
পাবনা সদর উপজেলায় চারটি গাঁজা গাছসহ লুৎফর বয়াতী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৮ জুন) দোগাছী ইউনিয়নের চর রাধাকান্তপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক লুৎফর দোগাছী ইউনিয়নের চর রাধাকান্তপুর গ্রামের মো. খোরশেদ বয়াতীর ছেলে।
এ বিষয়ে পাবনা র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর রাধাকান্তপুরে অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে রোপন করা চারটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়েছে।
লুৎফরের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।