Logo
×

Follow Us

বাংলাদেশ

সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২০, ১৫:৫০

সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের মৃত্যু

লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম হেলালের (৫৭) মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, রেজাউল করিম দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

আমিন উদ্দিন মানিক জানান, তার মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মহিষাখোলা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

১৯৯৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন। পরে ১৯৯৭ সালের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন। ২০১৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান রেজাউল করিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫