Logo
×

Follow Us

বাংলাদেশ

মন্ত্রীর প্রটোকলে বোমা হামলায় এএসআইসহ আহত ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৯

মন্ত্রীর প্রটোকলে বোমা হামলায় এএসআইসহ আহত ২

সায়েন্স ল্যাবে পুলিশের ওপর বোমা হামলার পর ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের গাড়িবহরে থাকা এক পুলিশ কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। এএসআই শাহাবুদ্দিন মন্ত্রীর প্রটোকলের দায়িত্বে ছিলেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এএসআই শাহাবুদ্দিনের দুই পায়ে আঘাত লেগেছে। আর কনস্টেবল আমিনুল হাতে আঘাত পেয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এ সময় গাড়িতে থাকলেও তার কোনো ক্ষতি হয়নি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, দুর্বৃত্তরা সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সকে টার্গেট করেই বোমা হামলাটি ঘটায়।

আহত এএসআই শাহাবুদ্দিন জানান, তিনি এলজিআরডি মন্ত্রীর প্রটোকলে ছিলেন। এ সময় রাস্তায় জট দেখে, নেমে সামনে যান। ঠিক সে সময় তার পাশে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে তিনি পায়ে আঘাত পান। 

পুলিশ ধারণা করছে, সায়েন্স ল্যাবের ফুটওভার ব্রিজের ওপর থেকে এই হামলার ঘটনাটি ঘটেছে।

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সহকারী একান্ত সচিব মোহাম্মদ জাহিদ হোসেন চৌধুরী বলেন, ‘মন্ত্রী গাড়িতে ছিলেন। তাকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি সামনে ছিল। একজন পুলিশ সদস্য প্রোটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমাটির বিস্ফোরণ হয়। এতে প্রোটেকশনের দায়িত্বে থাকা পুলিশের এএসআই শাহাবুদ্দিন আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আইইডি (ইম্পোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এর আগে রাজধানীর মালিবাগ ও গুলিস্তানের পুলিশকে লক্ষ্য করে হামলার সঙ্গে এর সামঞ্জস্যতা রয়েছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া দাবি করেছেন, ট্রাফিক বক্সে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি, জনগণের মধ্যে ভীতি সঞ্চার ও পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই হামলা হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। 

এর আগে ২৩ জুলাই রাজধানীতে দুটি পুলিশ বক্সের কাছে বোমা ফেলে রাখার ঘটনা ঘটে। এছাড়া ৩০ এপ্রিল গুলিস্তানে ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। এর আগে ২৬ মে মালিবাগে পুলিশের এসবি (বিশেষ শাখা) কার্যালয়ের সামনে একটি পিকআপে বোমা হামলার ঘটনা ঘটে। এসব ঘটনাতে দায় স্বীকার করে বিবৃতি দেয় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫