
খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
খাগড়াছড়িতে এই প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার ৭ দিন পর মৃত আনসার সদস্যের পজিটিভ রিপোর্ট আসে। ওই আনসার সদস্যের নাম মফিজুল ইসমাইল। তিনি জেলার কুমিল্লা টিলার র ৩৭ নং আনসার ব্যাটালিয়নের সদস্য।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১২ জুন সন্ধ্যায় জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে আনসার সদস্য মফিজুর রহমান মারা যায়। এ সময় তাকে আইসোলেশনে রাখা। পরদিন সকালে তিনি মারা যায়। মৃত আনসার সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। শনিবার তার করোনা পজিটিভ রির্পোট আসে।
তিনি এর আগে শ্বাসকষ্ট নিয়ে একাধিক বার হাসপাতালে ভর্তি হয়েছেন।