
নুর মোহাম্মদ মজুমদার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদারকে নিয়োগ দিয়েছে সরকার।
তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে আজ সোমবার (২২ জুন) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিআরটিএর চেয়ারম্যান কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। এরপর থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইউছুব আলী মোল্লা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।