
দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারিতে নারীদের তুলনায় পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন ও তাদের মৃত্যুঝুঁকিও বেশি। ব্যতিক্রম নয় বাংলাদেশও।
আজ মঙ্গলবার (২৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এর কারণ তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, সারা বিশ্বেও পরিসংখ্যানে দেখা যাচ্ছে- করোনায় পুরুষদের আক্রান্ত ও মৃত্যুঝুঁকি বেশি। যারা আক্রান্ত হচ্ছেন তারা গুরুতর হচ্ছেন বেশি।
সাইন্স ডিরেক্ট ডটকমের গ্লোবাল হেলথ রিপোর্টের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, পুরুষদের আক্রান্ত হওয়া, গুরুতর হওয়া ও মৃত্যুঝুঁকি বেশি হওয়ার কারণগুলো হলো- পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। তারা হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, তাছাড়া পুরুষদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকি থাকে। তারা বেশি ধুমপান ও অ্যালকোহল ব্যবহার করেন। এসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি ও তাদের মৃত্যুঝুঁকিও বেশি। আর জীনগত কারণে নারীরা বেশি সুবিধা পাচ্ছেন।