
হবিগঞ্জের ম্যাপ।
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় গাছচাপায় দুই মোটরসাইকেল আরোহী পলাশ আহমেদ (১৯) ও তার ভাতিজা মঞ্জু মিয়ার (১৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শালদিঘা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
আহত গিয়াস উদ্দিন (২৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
লাখাই থানার ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মোটরসাইকেলযোগে লাখাই উপজেলার বুল্লা বাজার থেকে বামৈ যাচ্ছিলেন পলাশ ও মঞ্জুসহ তিনজন। এ সময় শালদিঘা গ্রামে রাস্তার পাশে একটি রেইন ট্রি গাছ কাটছিলেন স্থানীয়রা। তখন চলন্ত মোটরসাইকেলের ওপর গাছটি পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গাছটি কাটা হচ্ছিলো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।