
হবিগঞ্জে নতুন করে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৫১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৬৪ জন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে মাধবপুরে ১৪, হবিগঞ্জ সদরে ১৩, চুনারুঘাটে ১০, নবীগঞ্জে ৯, লাখাইয়ে ২, আজমিরীগঞ্জে ২ ও বানিয়াচংয়ের ১ জন রয়েছেন।
মোট আক্রান্ত ৪৬৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৭২ জন এবং ৫ জন মারা গেছেন বলেও জানান তিনি।