Logo
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে করোনা শনাক্তের রেকর্ড, লোহাগড়া পৌরশহর লকডাউন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১১:১৮

নড়াইলে করোনা শনাক্তের রেকর্ড, লোহাগড়া পৌরশহর লকডাউন

নড়াইল সদর থানার এএসআই আনিসুর রহমানসহ ২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত লোহাগড়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের এ ঘোষণা দেন। তবে লকডাউন চলাকালে লোহাগড়া পৌর এলাকার কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা চালু থাকবে।

এদিকে করোনাভাইরাস বিস্তারের পর থেকে গত ২৪ ঘণ্টায় নড়াইলে সর্বোচ্চ সংখ্যক ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, এর মধ্যে সদর ও কালিয়া উপজেলায় পাঁচজন করে এবং লোহাগড়ায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

অন্যদিকে ১৬ হাইওয়ে পুলিশ সদস্য, আটজন চিকিৎসকসহ এ পর্যন্ত নড়াইলে ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আট চিকিৎসকসহ ৪৫ জন রোগী সুস্থ হয়েছেন এবং ছয়জন মারা গেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫