
জামালপুরের মাদারগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। এদিন দুপুরে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার মোসলেমাবাদ সরকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মাদারগঞ্জের পূর্ব জটিয়ারপাড়া গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে টিপু সুলতান (২০), পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার জগৎপাট্টা গ্রামের মতিউর রহমানের ছেলে আল-আমিন (২১) ও পশ্চিম বামনপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব মিয়া (২২)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একদল পুলিশ মোসলেমাবাদ সরকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রির কাজে লিপ্ত থাকায় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১৮, তাং ২৬-০৬-২০ ইং) দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।