Logo
×

Follow Us

বাংলাদেশ

সাতক্ষীরায় করোনায় প্রথম মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২০, ১৯:১৭

সাতক্ষীরায় করোনায় প্রথম মৃত্যু

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা অনিল বিশ্বাসের (৭০) করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। জেলায় করোনায় প্রথম মৃত্যু এটি। 

শুক্রবার (২৬ জুন) তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। মৃত ব্যক্তির বাড়ি দেবহাটার রত্নেশ্বরপুর এলাকায়। 

সাতক্ষীরা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২২ জুন বিকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি হন। ঐ দিন রাতে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ২৩ জুন বেলা ১১টার দিকে তিনি মারা যান। স্বাস্থ্য বিধি অনুসরণ করে তার মরদেহের সৎকার করা হয় এবং নমুনা সংগ্রহ করা হয়। 

এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫