Logo
×

Follow Us

বাংলাদেশ

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১১:০২

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (প্রসীত ) গ্রুপের সক্রিয় কর্মী ধর্মজয় চাকমা নিহত হয়েছে। 

রবিবার (২৮ জুন) দীঘিনালা উপজেলার দুর্গম হাজা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত  ধর্মজয় ত্রিপুরা  উপজেলার একই এলাকার সুখীচরণ ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বাড়ি থেকে বের হয় ধর্মজয় ত্রিপুরা। এ সময় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত গুলি করে। এ সময় দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হয় ধর্মজয় চাকমা। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, প্রতিপক্ষের হামলায় এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫