Logo
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লায় ই-পাসপোর্ট কার্যক্রমের যাত্রা শুরু

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১৫:৪৯

কুমিল্লায় ই-পাসপোর্ট কার্যক্রমের যাত্রা শুরু

কুমিল্লায় ই-পাসপোর্ট চালু করা হয়েছে। সোমবার (২৯ জুন) কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন ই-পাসপোর্ট প্রকল্প কর্মকর্তা লে. কর্নেল নুরুল আলম। 

উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল আলীম বলেন, সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম চালু হচ্ছে। এ ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলায় শুভ উদ্বোধন করা হয়েছে। 

তবে করোনার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন কোন আবেদন জমা নেয়া হবে না।করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন জমা নেয়া হবে। মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ সময় কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫