
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার নিয়মে পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ছাড়পত্র পেতে দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা লাগবে না।
রবিবার (২৮ জুন) সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে এমন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ন্যাশনাল গাইডলাইনস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব করোনাভাইরাস ডিজিজ ২০১৯ (কভিড-১৯) ভার্সন ৭.০ অনুযায়ী রোগীর কাজে যোগদান বা ডিসচার্জ প্রদানে ফলোআপ টেস্টিংয়ের আর প্রয়োজন নেই।
চিঠিতে আরো বলা হয়, দেশের বিভিন্ন কভিড-১৯ পিসিআর ল্যাবরেটরিতে আসা স্যাম্পল এখনো ফলোআপ রোগী থেকে সংগৃহীত হয় বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে। এ অবস্থায় সার্স কভ-২ নির্ণয়ের পরীক্ষার নমুনা গাইডলাইন অনুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) সংগ্রহ ও টেস্টের জন্য পাঠানোর নির্দেশনা দেয়া হলো।