Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১০:৪৭

কক্সবাজার সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাড়িভুঁরি বের হয়ে গেছে। জেলেদের জালে বা ট্রলারের আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে উপকূলে পৌঁছার মাত্র কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় ডলফিনটির।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি যখন ভেসে আসে তখন এটির পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

সেভ দ্যা নেচার অব বাংলাদেশর চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন জানান, সাগরে মৎস্য আহরণের নিষিদ্ধ সময়েও কক্সবাজারে বিভিন্ন পয়েন্টে জেলেরা মাছ শিকারের জন্য সাগরে যায়। তাদেরই কোনো জালে আটকে আহত হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫