প্রতীকী ছবি।
নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃর্শে নুরল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি মৃত সমশের মণ্ডলের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ বেগুনবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপার ধামইরহাট পবিস-২ এর এজিএম মো.আবুু হানিফ এবং ওই এলাকার ইউপি সদস্য মো.রশিদুল ইসলাম বলেন,কৃষক নুরল ইসলাম নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে তিনি মারা যান।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
