Logo
×

Follow Us

বাংলাদেশ

বেতন-ভাতার দাবিতে মাদরাসা শিক্ষকদের স্মারক লিপি

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১৪:৫২

বেতন-ভাতার দাবিতে মাদরাসা শিক্ষকদের স্মারক লিপি

প্রধানমন্ত্রী কর্তৃক প্রস্তাবিত ও প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদরাসা প্রকল্প অনুমোদন ও শিক্ষকদের বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন বাগেরহাটের শিক্ষকরা।

সোমবার (৬ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদের কাছে প্রধানমন্ত্রী বরাবর দেয়া এই স্মারকলিপি দেন দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মাদ ওবাইদুল্লাহ। 

এ সময় সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, শিক্ষক মাওলানা মুফতি ছানাউল্লাহ, হাফেজ মাওলানা নাসিম উদ্দিন, মাওলানা জুলহাস, মাওলানা আরজ আলী, মাওলানা শাহিন গাজী, মাওলানা শাকিল আহমেদ প্রমুখ।

দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি মোহাম্মাদ ওবাইদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ২০১৭ সালে দেশের প্রতিটি উপজেলায় ২টি করে মোট এক হাজার ১০টি মাদরাসা প্রতিষ্ঠিত করা হয়। প্রতিযোগীতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে এসব মাদরাসার জন্য ২০২০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। 

নিয়োগের পর থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত বেতন-ভাতা পেলেও এই ৬মাস আমরা কোন বেতন-ভাতা পাই না। বেতন-ভাতা না পেয়ে করোনা পরিস্থিতিতে আমরা মানবেতর জীবন যাপন করছি। এসব মাদরাসায় চাকুরি করে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারি তার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।

বাগেরহাটের ৯ উপজেলায় ১৮টি মাদরাসায় ৩৬ জন শিক্ষক রয়েছেন। এসব মাদরাসায় আরো ৫৪ জন শিক্ষক নিয়োগের অপেক্ষায় রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫