Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্যাংককের হাসপাতালে ভর্তি সাহারা খাতুন

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১৮:৫৭

 ব্যাংককের হাসপাতালে ভর্তি সাহারা খাতুন

সাহারা খাতুন।

উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ভাগনে মজিবুর রহমান। তাকে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। 

৭৭ বছর বয়সী সাহারা খাতুন গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বেশ কিছু দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। সেখান থেকে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫