Logo
×

Follow Us

বাংলাদেশ

সাতক্ষীরায় করোনা উপসর্গে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১৩:০৪

সাতক্ষীরায় করোনা উপসর্গে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমজাদ হোসেন (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের গোলাম সরদারের ছেলে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ভবতোষ কুমার মন্ডল  বলেন, মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন। বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী জানান, তার বাড়িসহ কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫