Logo
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ১৫:৫৩

কুমিল্লায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

কুমিল্লার চান্দিনায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগুর শান্তিনগরে এ ঘটনা ঘটে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো- ভোলার লালমোহন উপজেলার মোহাম্মদ আলীর ছেলে খোকন (২৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈষেরকুট গ্রামের ফরিদুর রহমানের ছেলে আব্দুল মান্নান (২৮)। তারা উভয়ই চান্দিনার বেলাশহর গ্রামে ভাড়ায় বসবাস করেন। অপরজন হলো- চান্দিনা উপজেলার বেলাশহর গ্রামের কালু মিয়ার ছেলে ফরিদ (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বাসিন্দা ১৯ বছর বয়সী গার্মেন্টস কর্মী বেলাশহর এলাকার ‘ডেনিম’ গার্মেন্টসে চাকুরি করেন। পাশের দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামে ভাড়ায় বসবাস করেন। সোমবার রাত ৯টায় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন। মহাসড়কের পাশ দিয়ে হেটে বাসায় ফেরার সময় তিন যুবক একটি ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানান, ঘটনাস্থলটি চান্দিনা বাজারের সন্নিকটে। তবে তা দেবিদ্বার থানাধীন। আমরা ঘটনাটি শোনার পর অভিযান চালিয়ে তিন ধর্ষককে আটক করি। মোবাইল ফোনটিও উদ্ধার করি। ভোরে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করি। 

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫