Logo
×

Follow Us

বাংলাদেশ

নাটোরে বাঁশের চাপায় ট্রলি হেলপারের মৃত্যু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১৬:২৩

নাটোরে বাঁশের চাপায় ট্রলি হেলপারের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় বাঁশের চাপায় জনি (২২) নামে এক ট্রলি হেলপার নিহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) নলডাঙ্গা উপজেলার চকপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জনি নলডাঙ্গা উপজেলার সেনভাগ লক্ষিকোল এলাকার আবুল খায়ের মোন্ডল ডলারের ছেলে। 

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেছেন, ট্রলিতে বাঁশ নিয়ে চালক- হেলপার মাধনগরে যাচ্ছিল। পথে ওই স্থানের ভাঙ্গা রাস্তায় ট্রলিটি উল্টে যায়। এসময় বাঁশে বসে থাকা জনির ওপর বাঁশগুলো পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথেই জনির মৃত্যু হয়। 

নজরুল ইসলাম আরো জানান, দূর্ঘটনা কবলিত ট্রলিটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলার প্রস্তুতি চলছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫