মাদারীপুরে মাদরাসাছাত্রীসহ দুইজনকে পিটিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২০, ১৯:৫৩
-5f09c467e0fe1.jpg)
মাদারীপুর সদর উপজেলায় এক মাদরাসাছাত্রীসহ দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (১০ জুলাই) বিকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাদমসী গ্রামে। গুরুতর আহত সামীমা আক্তার ত্রিভাগদী দারুল হাদিস মহিলা মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সামীমা একই এলাকার শাজাহান মুন্সীর মেয়ে।
পুলিশ ও হাসপাতালসূত্রে জানা গেছে, কুনিয়া ইউনিয়নে খাদমসী গ্রামের রুহুল মুন্সীর ছেলে মিরাজ মুন্সী (২৫) তার চাচাতো বোনদের নিয়ে শুক্রবার বিকেলে নৌকা নিয়ে ঘুরতে বের হলে, মিরাজের সাথে পূর্ব শত্রুতার জের ধরে আতাহার খান (৫৫), ইউসুফ মোল্লা (৫৫), জামাল মুন্সী (৫০) ইলিয়াস মুন্সী (৫০), ইস্রাফিল নপ্তী (৪৫) ও আকমান হাওলাদার (৪০), আরমিন বেপারী (২০), সুমন মুন্সীসহ ১৩ জন মিলে নৌকায় থাকা সকলের উপরে হামলা চালায়।
এতে মিরাজ মুন্সী ও শামীমা গুরুতর আহত হলে শুক্রবার রাতেই তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাদরাসাছাত্রী সামীমা আক্তার বলেন, আমার ভাইকে এলোপাথারিভাবে পিটাতে দেখে আমার বড় বোন শাহিদা আক্তার তাদের পায়ে ধরেছে তবুও তারা থামেনি। পরে আমাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করেছে।
কুনিয়া ইউনিয়নের বিট পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘শনিবার দুপুরে আহতদের আমরা সদর থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছি। তাদের থানায় অভিযোগ দেয়ার কথা’।
এই বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসমাম মিঞা বলেন, ‘এই বিষয়ে আমরা অভিযোগ পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো’।