Logo
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ২০:০৯

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ জেলায়  মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত জেলায়  করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।  

আজ সোমবার (১৩ জুলাই) গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯ জন, কোটালীপাড়া ৩ জন ও মুুকসুদপুর উপজেলায় ৩ জন রয়েছেন। 

আক্রান্তদের  আইসোলেশনে নেয়ার পাশাপাশি হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ী লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ১ হাজার ১জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮ জন, কোটালীপাড়া ১৫১ জন, কাশিয়ানি ১৮৩ জন ও মুকসুদপুর উপজেলায় ২০০ জন রয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন ও অন্য ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতাল, আইসোলেশন, ওয়ার্ড ও বাড়িতে চিকিৎসাধীন আছেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫