Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় যুগ্ম সচিবের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১২:১৯

করোনায় যুগ্ম সচিবের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যোগাযোগ উইংয়ের প্রধান মো. লুৎফুর রহমান তরফদারের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্যরাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যুগ্মসচিব লুৎফুর রহমান ৮৬ ব্যাচের ইকোনোমিক ক্যাডারের কর্মকর্তা ছিলেন। সাবেক বাংলাদেশ সিভিল সার্ভিস ইকোনোমিক অ্যাসোসিয়শেনের সহ-সভাপতি ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. লুৎফুর রহমান তরফদার করোনায় আক্রান্ত হয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার হঠাৎ করেই শ্বাসকষ্ট বাড়তে থাকায় ভেন্টিলেটরে নেয়া হয় তাকে। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫