
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা চৌধুরীকে আবারো দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ডা. সাবরিনাকে দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন, তিন দিনের রিমান্ড শেষ হওয়ার পর শুক্রবার (১৭ জুলাই) তাকে আদালতে পাঠিয়ে আরো ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
এর আগে ১৩ জুলাই সাবরিনার চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তেজগাঁও থানার করা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।