Logo
×

Follow Us

বাংলাদেশ

বন্যায় পানিবাহিত রোগে আক্রান্ত ৪ হাজার

Icon

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১৩:৫৬

বন্যায় পানিবাহিত রোগে আক্রান্ত ৪ হাজার

ছবি: স্টার মেইল

দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পানি কমার সাথে সাথে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব। বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে আশ্রয়কেন্দ্রগুলোতে করোনাভাইরাসের বিস্তার রোধে বিশেষ নজর দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার গণমাধ্যমকে জানান, ৩০ জুন থেকে ১৯ জুলাই পযন্ত উপদ্রুত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ, শ্বাসনালীর প্রদাহসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ হাজার ২৪ জন।

নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. নিয়ামুল হক বলেন, গত তিন সপ্তাহে পানিতে ডুবে, ডায়রিয়ায়, সাপের কামড়ে ও বজ্রপাতে ৬৭ জনের মৃত্যুর তথ্য নিয়ন্ত্রণ কক্ষে নথিভুক্ত হয়েছে। দুর্গত এলাকায় বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ডায়রিয়া রোগী।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন মনে করেন, মহামারিকালে এই বন্যায় দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে অনেক মানুষকে রাখতে হচ্ছে। আবার ত্রাণ নিতেও মানুষে ভিড় হবে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত কেউ থাকলে বা অসচেতন হলে সংক্রমণের নতুন ঝুঁকি তৈরি হবে।

এই চিকিৎসক বলেন, মহামারীর ঝুঁকি মোকাবেলায় দুর্গত এলাকায় কোনো ছাড় দেয়া যাবে না। হট লাইনে বা স্থানীয়ভাবে যোগাযোগের মাধ্যমে পানিবন্দিদের উপসর্গ তদারকির ব্যবস্থা রাখতে হবে। তাতে কোয়ারেন্টিন ও আইসোলেশনের মাধ্যমে সংক্রমণ ঠেকানোর সুযোগ থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫