বুয়েট ছাত্রদের নির্যাতন
অভিযোগ জানানোর পেজটি বন্ধ করল বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯, ১৩:৫৮

নির্যাতনের অভিযোগ জানাতে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের চালু করা ‘ইউ রিপোর্টার’ নামের ওয়েবপেজটি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ৩১ মার্চ ওয়ানস্টপ অনলাইন রিপোর্টিং সিস্টেম ‘ইউ রিপোর্টার’ নামের সার্ভার গড়ে তোলা হয়। এতে বুয়েটের যেকোনো শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ না করে অভিযোগ জানাতে পারেন। যাতে গতকাল বুধবার পর্যন্ত র্যাগিংসহ বিভিন্ন বিষয়ে ১৬৬টি অভিযোগ জমা পড়েছে। গত রবিবার রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার পর বেশ কিছু নতুন অভিযোগ জমা পড়েছে।
বুয়েটের হলগুলোতে ভিন্নমতের কারণে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা বহুদিনের। শিক্ষার্থীদের এসব অভিযোগের বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিটিআরসি গতকাল বুধবার এক চিঠিতে ইন্টারনেট গেটওয়ে (আইজিডব্লিউ) এবং ইন্টারনেট সেবা প্রদানকারীদের (আইএসপি) এই ওয়েবপেজটি বন্ধের নির্দেশ দেয়। এরপর মধ্যরাত থেকে ‘ইউ রিপোর্টার’ ওয়েবসাইটটি বাংলাদেশ থেকে খোলা যাচ্ছিল না।