মানিকগঞ্জে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীদের অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১১:৩০

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদ রক্ষার্থে উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা।
এসময় ৭ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়। সেই সাথে অবৈধ কারেন্ট জাল বেচাকেনার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সিংগাইর কলেজ সংলগ্ন স্থান থেকে দুই ফুচকা বিক্রেতাকে গণজমায়েত করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও সিংগাইর থানা পুলিশের এসআই আশরাফ কামালসহ সঙ্গীয় ফোর্স।