Logo
×

Follow Us

বাংলাদেশ

মানিকগঞ্জে বন্যাদুর্গত ১২ শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১৩:৪১

মানিকগঞ্জে বন্যাদুর্গত ১২ শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিনটি ইউনিয়নের ১২শ' ৮টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা থেকে ত্রাণ দেয়া হয়েছে। 

শুক্রবার (২৩ জুলাই) বন্যাদূর্গতদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সাটুরিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহরিয়ার মাহমুদ রনজু জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত মানবিক সহায়তার কর্মসূচীর জিআর চাল উপজেলার বন্যা দুর্গতের জন্য ৪০ মেট্রিক টন চাল,  ২০০ প্যাকেট শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যালেট বরাদ্দ পাওয়া গেছে।

সাটুরিয়ার তিল্লি ইউনিয়নে ৬৯০ টি পরিবার, বরাইদে ৩৮৭ টি পরিবার ও দিঘলিয়া ১৪ টি পরিবারকে মানবিক ত্রাণ সহায়তা করা হয়েছে। এর আগে আরো ১৮৭ টি পরিবারকে ৩০ কেজি করে চাল সহায়তা দেয়া হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান  আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মো: রহুল আমিন ও তিল্লি ইউনিয়নের চেয়ারম্যান মো: মুরছালিন বাবু প্রমূখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫