
ছবি: সংগৃহীত
কয়েক দিনের টানা বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ।
গত দুইদিনের ভাঙনে ইতোমধ্যেই সদর উপজেলার শিবপুর পাছবেথর এলাকায় পুংলী নদীর পাশে বাঁধের প্রায় ২৫০ মিটার এলাকা ভেঙে গেছে। এদিকে ভাঙন ঠেকাতে প্রতিদিনই জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের বন্যার পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইল সদর উপজেলার গালা, শিবপুরসহ পাছবেথর এলাকার শহররক্ষা বাঁধের কিছু কিছু অংশে ভাঙন দেখা দেয়। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড গালা আর শিবপুর অংশের মেরামত সম্পন্ন করলেও নতুন করে ভাঙন শুরু হয়েছে বাঁধটির পুংলী নদীর পাশের পাছবেথর অংশে।
টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, এটি কম্পান্ট মেন্টালাইজেশন পাইলট প্রজেক্টের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই বাঁধটি গত বছর থেকেই ঝুঁকিপূর্ণ হয়েছিল। সেখানে কিছু দূর পর পর বড় বাঁক রয়েছে। যখন পানি বেড়ে যায়, তখন এই বাঁকগুলোতেই ভাঙন দেখা দেয়। আমরা ইতোমধ্যেই সেই বাঁক আর ভাঙ্গনের স্থানগুলো চিহ্নিত করে কাজ শুরু করেছি। সেখানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে।
তিনি বলেন, এই বাঁধটিও টাঙ্গাইল শহরে পানি ঢোকার প্রবেশ পথ। এ কারণেই এই বাঁধটির গুরুত্ব অনেক বেশি। ইতোমধ্যেই টাঙ্গাইল শহরকে রক্ষা করার জন্য ও ভাঙন প্রতিরোধে পুংলী নদীর পাশে ২৫০ মিটারের মধ্যে ১২ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে।