ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৬ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০১:১৪

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫৯ জনে।
শনিবার (২৫ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, আশুগঞ্জে ৫ জন, নাবীনগরে ১ জন, নাসিরনগরে ১ জন ও আখাউড়াতে ১ জন।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। জেলায় নতুন ৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৬ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮০২ জন। এরমধ্যে জেলায় ৭৮৫ জন ও অন্য জেলাতে ১৭ জন।