Logo
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরের পৌর মেয়র করোনায় আক্রান্ত

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১৩:০৫

দিনাজপুরের পৌর মেয়র করোনায় আক্রান্ত

দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার টুটুল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলেমান হোসেন মেহেদী।

তিনি জানান, বিরামপুরে এ পর্যন্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯৩ জনের। এতে করোনা পজিটিভ হয়েছে ১৭৩ জন, সুস্থ হয়েছেন ১০৪, অস্থায়ী হাসপাতালে (মুক্তিযোদ্ধা ভবনে) আছেন সাতজন, বাকিরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরো জানান, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের করোনা পজিটিভ রিপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া যায়। এ নিয়ে পৌর মেয়রের পরিবারের ২২ সদস্যের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সদস্যদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

বিরামপুর মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সালাম বলেন, এই করোনা মহামারি শুরু থেকেই প্রথম সারিতে থেকে কাজ করে যাচ্ছিলেন মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। তিনি করোনাকালে লকডাইনে পৌরসভার খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁচ্ছে দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।

করোনা আক্রান্ত মেয়র লিয়াকত আলী সরকার টুটুল বলেন, আমি জনগণের সঙ্গে কাজ করি। এ জন্যই কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছি।

তিনি জনগণের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনসাধারণের সঙ্গে আছি ও থাকবো। আমার পরিবারে ২২ সদস্যের মধ্যে ১৬ জনই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই পৌরসভায় অফিস না করে নিজ বাড়িতে অবস্থান করছি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫