পল্লবী থানায় বিস্ফোরণে আহত রিয়াজের কব্জি কর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১৪:১৭

রাজধানীর মিরপুরের পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত রিয়াজের ক্ষতবিক্ষত বাম হাতের কব্জি অস্ত্রোপচারের সময় কেটে ফেলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, রিয়াজের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। পুলিশ সদস্য রুমির পায়ে ও হাতে ইনজুরি আছে। তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন।
এর আগে বুধবার (২৯ জুলাই) সকাল ৭টার দিকে থানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে চার পুলিশ সদস্যসহ রিয়াজ আহত হন। ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) রুমি ও রিয়াজ ঢামেকে চিকিৎসাধীন।
এরই মধ্যে বিস্ফোরণে সাথে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নাকচ করে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি দাবি করেছেন,