Logo
×

Follow Us

বাংলাদেশ

যশোরে ভাইয়ের গুলিতে ভাই খুন

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১৫:০২

যশোরে ভাইয়ের গুলিতে ভাই খুন

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রাসেল খুন হয়েছে। রাসেল ও তার ভাই ওই গ্রামের মৃত ইদ্রিস আলী ইদুর ছেলে।

বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। দুই ভাইয়ের মধ্যে বিরোধের এক পর্যায়ে আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে যান। তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করেন। 

এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খুন করার পর আমজাদ হোসেন ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পুলিশ তাকে আটক করেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত আমজাদ হোসেনকে অস্ত্র, গুলিসহ আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫