Logo
×

Follow Us

বাংলাদেশ

লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১২:৫৬

লেবাননে জরুরি খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ

ছবি: বিবিসি

লেবাননে খাদ্য, প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এছাড়া প্রয়োজনে জরুরিভিত্তিতে বৈরুতকে যেকোনো সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে ঢাকা।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে হতাহতের ঘটনায় সহানুভূতি ও সমবেদনা জানান। এ সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর কথাও জানান তিনি। 

ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে গত মঙ্গলবার শক্তিশালী জোড়া বিস্ফোরণে চার বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ হাজার মানুষ। এ ঘটনায় রাজধানী জুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫