
ঢাকার যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক অরোহী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায়
মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতাল(ঢামেকে) নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।