Logo
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে চিত্রা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০০:৩৯

নড়াইলে চিত্রা নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

নড়াইলের চিত্রা নদীর চরেরঘাট এলাকায় গোসল করতে নেমে আবির সিদ্দিক (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবির শহরের আলাদাতপুর এলাকার আব্দুল হাই সিদ্দিকির ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সম্মান শ্রেণির (অনার্স) শিক্ষাথী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আবির প্রতিবেশি শিশু তাহসিনকে নিয়ে বাড়ির পাশে চরেরঘাট এলাকায় চিত্রা নদীতে গোসল করতে যান। দু’জনে মিলে সাতরিয়ে নদীর ওপারে যায়। সেখান থেকে এপারে ফেরার সময় শিশু তাহসিনকে নৌকায় পাঠিয়ে দিলেও নিজে সাতরিয়ে আসতে চান। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয় আবির। এরপর পরিবারসহ স্থানীয় লোকজন আবিরকে খুঁজতে থাকেন। পরে নড়াইল ফায়ার সার্ভিসের সহযোগিতায় খুলনা থেকে ডুবুরি দল এসে প্রায় দুই ঘণ্টা পর তার মৃতদেহ পঙ্কবিলা জেলেপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫