সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের সহধর্মিণী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:২২
ইলা হক। ছবি: সংগৃহীত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক মন্ত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।
ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
এ প্রবীণ নেতার স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা।
