
বরিশালের বাবুগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছে । আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে বরিশাল- ঢাকা মহাসড়কের রহমতপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বরিশাল থেকে উজিরপুরের সাতলারগামী শামিম-নোমান (বরিশাল-জ ১১-০১২৪) নামের ওই যাত্রীবাহী বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ষ্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এসময় পিছন দিক থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা অন্য একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় বাসটি।
খবর পেয়ে বরিশাল ও বাবুগঞ্জ ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এরপোর্ট থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ বিন আলম বলেন, ট্রাকটি জব্দ করা
হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।