Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনায় সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ৮,৬৩৬ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১৭:৫১

করোনায় সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ৮,৬৩৬ জন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮ হাজার ৬৩৬ জন মহামারি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮৬ জন।

শনিবার দুপুরে (১৫ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, গত সপ্তাহে (৮ আগস্ট ২০২০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৬৫২ জন। মারা গেছেন কর্মরত এক জন সেনাসদস্য সহ ১০ জন।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীতে ৮ হাজার ৬৩৬ জন সদস্য, পরিবারবর্গ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮৬ জন।

এর মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন ৮২৬ জন। হাসপাতালে মারা গেছেন কর্মরত ১৩ জন সামরিক সদস্যসহ ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৫৯১। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫