
ছবি: সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনার ২২ ঘণ্টা পরে ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেনের ও দুপুর ১২টায় বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
এর আগে গতকাল শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বৈরি আবহাওয়ায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট সংলগ্ন নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তারা। ওইদিন বিকেল ৫টার দিকে দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে নজরুল ইসলাম স্বপনের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার (৩৬) ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে ও শাহ আলমের ছেলে মেহেদী (২০) একই গ্রামের বাসিন্দা ও বসুরহাট বাজারের ব্যবসায়ী।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, মাইজদী ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়।
জানা যায়, শনিবার সকালে ফেনীর দাগনভুঞা এলাকা থেকে ২৩ জন ঘুরতে আসেন মুছাপুর ক্লোজার এলাকায়। তাদের মধ্যে সাতজন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ার আসলে তাদের মধ্যে তিনজন তীরে উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।