Logo
×

Follow Us

বাংলাদেশ

শিশু উন্নয়ন কেন্দ্র

কিশোর নিহতের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আবেদন

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১৯:৪৮

কিশোর নিহতের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আবেদন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দি হত্যা মামলায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় সমাজসেবা অধিদফতর ও যশোর জেলা প্রশাসন কর্তৃক গঠিত দুই তদন্ত কমিটি। 

সোমবার (১৭ আগস্ট) এ লক্ষ্যে উভয় কমিটির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে।

এদিকে, সকালে হাসপাতালে ভর্তি আহত বন্দিদের সাথে তদস্ত কমিটির সদস্যরা কথা বলেছেন। এরপর পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া অন্য বন্দিদের সাথেও কথা হয়েছে তদন্তকারী কর্মকর্তাদের।

রিমান্ডে থাকা ৫ আসামিদের মধ্যে কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক ও সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানের তিন দিনের রিমান্ড সোমবার শেষ হয়েছে। তারা রিমান্ডে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। বাকি তিনজনের রিমান্ড শেষ হবে বুধবার।

উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট দুপুর থেকে শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ বন্দির উপর নির্যাতন চালানো হয়। এতে তিন বন্দি কিশোর নিহত হয়। এছাড়া আহত ১৫ জনকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫