বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২০:০৬

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা বীরমাতা মালেকা বেগমের (৯৬) শারীরিক অবস্থা সংকটাপন্ন।
মঙ্গলবার বার্ধক্যজনিত কারণে তাকে ২৫০ শয্যার ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তৈয়বুর রহমান।
তিনি, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। তৈয়বুর বলেন, বীরমাতা আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। খেতে না পারায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এছাড়া পা ফুলে গেছে। কিডনির অবস্থাও ততটা ভালো না। সব মিলিয়ে তার অবস্থা এখনও স্থিতিশীল না।
এদিকে, পারিবারিক সূত্রে জানা যায়, মালেকা বেগমকে অ্যাম্বুলেন্স বা লঞ্চে করে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত ঢাকায় এনে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন স্বজনেরা।