Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২০:৫০

চাঁপাইনবাবগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে শ্যামলী ওরফে কাদনি (৪৫) নামে এক নারীর মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত শ্যামলী ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে। 

জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয়ে গেলে বাবার বাড়িতেই থাকতেন শ্যামলী।

ভোলাহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্যামলী সোমবার বেলা ১১টার দিকে রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। কিন্তু অনেক রাত পর্যন্ত তার কোনো খোঁজ মিলেনি। এদিকে মঙ্গলবার সকালে বিলে মস্তক বিচ্ছিন্ন তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় প্রায় ৫০ ফুট দূর থেকে তার কাটা মাথাটিও উদ্ধার করে পুলিশ। 

ওসি আরও জানান, শ্যামলীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে পড়েছিল। তবে কে বা কারা কেনো শ্যামলীকে হত্যা করেছে তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং শ্যামলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫