Logo
×

Follow Us

বাংলাদেশ

মার্চের মধ্যেই কার্যকর হচ্ছে সংশোধিত দেউলিয়া আইন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ২০:৪৭

মার্চের মধ্যেই কার্যকর হচ্ছে সংশোধিত দেউলিয়া আইন

আগামী বছর মার্চের মধ্যেই কার্যকর হবে সংশোধিত দেউলিয়া বিষয়ক আইন। যা সহজে ব্যবসা সূচকে অবস্থান দুই অঙ্কের ঘরে আনতে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা চেম্বারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিনিয়োগ টানতে বেশ কিছু প্রতিবন্ধকতা দূর করার ওপর জোর দেয়া হয় ঢাকা চেম্বারের আলোচনায়।

গত বছর বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে ৮ ধাপ এগিয়ে ১৯০ দেশের মধ্যে ১৬৮তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপরও সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। গত বছরের মূল্যায়ন অনুযায়ী সূচকের দশটি মাপকাঠির মধ্যে ছয়টিতে উন্নতি হয়েছে। তবে, অবনতি হয়েছে দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে।

শনিবার ঢাকা চেম্বারের ওয়েবিনারে উঠে আসে সহজে ব্যবসা সূচকের প্রসঙ্গ। এতে বলা হয়, ব্যবসা সূচকের উন্নতির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। করোনা পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র, জাপানসহ বেশ কিছু দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ টানতে বেশ কিছু প্রতিবন্ধকতা দূর করার ওপর জোর দেয়া হয়।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই ব্যবসা শুরু করতে পারছেন। কমে আসছে দুর্নীতি। যা সহজে ব্যবসা সূচকের উন্নতিতে ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের জন্য কর হারও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। যা সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভিয়েতনামসহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫