মানিকগঞ্জে অনিয়মের দায়ে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ১৯:২৭

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অনিয়মের দায়ে আটটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) জেলা প্রশাসক (ডিসি) এস এম ফেরদৌসের নির্দেশনায় ঘিওর উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস এ অভিযান পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তেরশ্রী, পঞ্চরাস্তার মোড় ও ঘিওর বাজারে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় ঘিওর বাজারে একটি তেলের মিল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসাথে ভোক্তা অধিকার বিরোধী কার্য পরিচালনা করায় ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল তিনটি প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা।