সিনহা হত্যা মামলা: পুলিশের ৩ সাক্ষী ফের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১৪:৪৪
ছবি: সংগৃহীত
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের মামলার তিন সাক্ষীর ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার সদর-৪) তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ আগস্ট করা মামলার এ আসামির প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষ হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে গত ২০ আগস্ট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর আজ আদালত মামলার তদন্ত কর্মকর্তার সাতদিনের আবেদনের প্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা।
ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানিয়ে সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। পরে ‘পিস্তল বের করলে’ চেক পোস্টে দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে।
এ ঘটনায় নিহতের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।