Logo
×

Follow Us

বাংলাদেশ

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১০:৪৯

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল জেলার অভ্যন্তরীণ নৌ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে এ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শহীদুল ইসলাম।

তিনি বলেন, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া বৈরী আবহাওয়াও বিবরাজ করছে। তাই কর্তৃপক্ষে নির্দেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

এদিকে সকাল থেকে জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সড়কে যান চলাচলও আগের চেয়ে কম। সকাল ১০টার পর অধিকাংশ দোকানপাট খুলতে শুরু করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫