Logo
×

Follow Us

বাংলাদেশ

‘মৃত’ কিশোরীর ফেরা: তদন্ত কর্মকর্তাদের হাইকোর্টে তলব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১৪:৩৫

‘মৃত’ কিশোরীর ফেরা: তদন্ত কর্মকর্তাদের হাইকোর্টে তলব

নারায়ণগঞ্জে ‘মৃত’ কিশোরীর জীবিত ফেরত আসা ও তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ মামলার সব নথি তলব করেছেন হাইকোর্ট।

একইসাথে ওই মামলায় বর্তমান ও সাবেক তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৭ সেপ্টেম্বর তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।

১৫ বছর বয়সী ওই কিশোরীকে অপহরণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মেয়েটির বাবার করা মামলার নথিপত্র তলব করে তা পর্যালোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আদেশ চেয়ে ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী একটি আবেদন করেন। এই আবেদনের ওপর আজ শুনানি হয়।

আদালত বলেছেন, ২২ ধারায় মেয়েটির দেয়া জবানবন্দিসহ মামলার নথিপত্র তলব করা হলো। মামলার সিডিসহ তদন্ত কর্মকর্তাকে ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেয়া যাচ্ছে। ঘটনার ব্যাখ্যা জানাতে সাবেক তদন্ত কর্মকর্তাকে সেদিন আদালতে হাজির হতে বলা হলো।

গত ২৪ আগস্ট ‘ধর্ষণের পর নদীতে লাশ ফেলে দেয়া স্কুল ছাত্রীর ৪৯ দিন পর জীবিত প্রত্যাবর্তন’ শীর্ষক শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ২৪ আগস্ট হাইকোর্টের নজরে আনেন। পরদিন একটি রিভিশন মামলা দায়ের করা হয়।

ঘটনার বিবরণী উল্লেখ করে শিশির মনির জানান, গত ৪ জুলাই পঞ্চম শ্রেণির ওই ছাত্রী নিখোঁজ হয়। গত ৬ আগস্ট নিখোঁজ স্কুলছাত্রীর বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ আব্দুল্লাহ, রকিব ও খলিল নামে তিনজনকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তারা বলেন, ওই ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেন। জবানবন্দি গ্রহণের পর আসামিদেরকে জেলে পাঠানো হয়। 

কিন্তু গত ২৩ আগস্ট ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যায়। সে বর্তমানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ হেফাজতে হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫