Logo
×

Follow Us

বাংলাদেশ

সন্তানকে উদ্ধার করতে গিয়ে বাবাও নদীতে নিখোঁজ

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১২:১৪

সন্তানকে উদ্ধার করতে গিয়ে বাবাও নদীতে নিখোঁজ

ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী কালনাঘাটে মধুমতি নদীতে নৌভ্রমণে এসে নির্মাণাধীন সেতুর পিলারের সাথে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে দুইজন নিখোঁজ হয়েছেন। 

তারা হলেন- পুলিশ কনস্টেবল বাবা মোহাম্মদ মুসা (২৫) ও চার মাসের ছেলে সন্তান। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের সন্ধান পায়নি। মুসার বাড়ি লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামে। তিনি ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। 

পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল স্ত্রী, শিশু সন্তানসহ পরিবারের অন্তত ছয় সদস্যকে নিয়ে কালনাঘাটে মধুমতি নদীতে নৌভ্রমণে আসেন  মুসা। তাদের বহনকারী ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে কালনাঘাটে নির্মাণাধীন সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় মুসার কোল থেকে তার ছেলে মধুমতি নদীতে পড়ে যায়। সন্তানকে উদ্ধার করতে মুহূর্তেই মুসা নদীতে ঝাপ দেন। একপর্যায়ে মুসাও নিখোঁজ হন।

লোহাগড়া এসআই মাহফুজ জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন তাদের উদ্ধারে তৎপরতা চালিয়েছেন। তবে কাউকে পাওয়া যায়নি। আজ শনিবার সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫